প্রতিটা ঈদে বলিউড ভাইজান সালমান খানের ছবি মুক্তি পাবেই। আর এর জন্য তাঁর অসংখ্য অনুরাগী এই দিনের অপেক্ষায় থাকেন। তবে এবার করোনা বোধ হয় সবার আশায় জল ঢালতে চলেছে। জানা গিয়েছে, লকডাউনের আবহে এবারের ঈদে সালমানের ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিটি মুক্তি পাবে না। প্রভুদেবা পরিচালিত ‘রাধে' ছবির শুটিং শেষ পর্যায়ে এসে আটকে গিয়েছে। সূত্রের খবর, রাধে ছবির শুটিং অনেক দিন আগেই শেষ হয়ে যেত। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে এই ছবির থাইল্যান্ড শুটিং শিডিউল বাতিল করা হয়। মুম্বাইয়ে এর লোকেশন পরিবর্তন করা হয় এবং করোনার মধ্যেও সালমান ছবির শুটিং বন্ধ রাখেননি। শুটিং চলাকালীন সেটে করোনা-সংক্রান্ত সব রকম সতর্কতা নেওয়া হয়েছিল।‘রাধে' ছবির মাত্র ৮ থেকে ১০ দিনের শুটিং বাকি ছিল। এ ছাড়া সালমান ও দিশা পাটানির একটা গানের দৃশ্য শুটিং করার কথা ছিল। নির্মাতারা চেয়েছিলেন মার্চের মধ্যে ছবিটির শুটিং শেষ করতে। কিন্তু গত ১৬ মার্চ বিনোদন-সংশ্লিষ্ট সংগঠনগুলো ঘোষণা করে, ১৯ মার্চ থেকে কোনো ছবি, ধারাবাহিক ও ওয়েব সিরিজের শুটিং হবে না। তার মাঝে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা হল। তাই সব ছবির শুটিং এখন বন্ধ। প্রযোজনা-পরবর্তী কাজও আটকে আছে। কারণ, ভিএফএক্স স্টুডিওগুলো এখন বন্ধ। তাই লকডাউন শেষ হওয়া ছাড়া কাজ করার আর কোনও সুযোগ নেই। লকডাউন উঠে গেলেও ঈদের দিন ‘রাধে' ছবির মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct