জুতোর মধ্যে টানা পাঁচদিন করোনা ভাইরাস সক্রিয় থাকতে পারে।জুতো তৈরি হয় সাধারণত চামড়া, রাবার কিংবা প্লাস্টিক দিয়ে, যা হতে পারে করোনা ভাইরাসের বাহক। আমরা হাত পরিষ্কার রাখার ব্যাপারে স্বচেতন হলেও, জুতো পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা তুলনামূলক কম। কাজের প্রয়োজনে যতটুকুই বাইরে যেতে হচ্ছে, ততটুকুও বিপজ্জনক। সরাসরি আক্রান্ত করতে না পারলেও আপনার জুতোর মাধ্যমে তা ঘরে প্রবেশ করা অসম্ভব নয়। এক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা যেতে পারে সে ব্যাপারে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশ পেল এক প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’য়ের করা সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, কার্ডবোর্ড-জাতীয় সমতলে ২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস। ধাতব সমতল ও প্লাস্টিকের ওপর তা বেঁচে থাকতে পারে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ম্যারি ই. শ্মিড বলেন, 'জুতো তৈরিতে ব্যবহৃত কাঁচামাল নিয়ে করা একাধিক গবেষণায় দেখা গিয়েছে কক্ষ তাপমাত্রায় এগুলোতে করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে পাঁচ দিন বা তারও বেশি সময়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct