করোনা ভাইরাসের প্রভাবে মোট সম্পদের ২৮ শতাংশ সম্পত্তি খুইয়েছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ১৯ বিলিয়ন ডলার সম্পত্তি কমে গিয়েছে গত দুই মাসে। এর ফলে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আট নম্বর থেকে ১৭ নম্বরে নেমে গেলেন তিনি। দেশের আরও এক ধনকুবের গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ কমেছে ৩৭ শতাংশ। এইচসিএল টেকনোলজির শিব নাদারের সম্পত্তি কমেছে ২৬ শতাংশ। এছাড়া উদয় কোটাকের সম্পত্তিও কমেছে ২৮ শতাংশ। এই তিনজন এতদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১০০ জনের মধ্যে ছিলেন। কিন্তু এবার এই তিনজনই সেই তালিকা থেকে ছিটকে গিয়েছেন। দেশের শেয়ার বাজারে ২৬ শতাংশ ধস। সেইসঙ্গে মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য কমেছে ৫.২ শতাংশ। এই দুই ধাক্কা একসঙ্গে ভারতীয় ধনকুবেরদের সম্পত্তিতে থাবা বসিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct