২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের ২০৯টি দেশে ছড়িয়ে পড়ে। এতে এখনও পর্যন্ত ১৪ লাখ ৪৬ হাজারেরর ৯৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৮৪ হাজার মানুষ।এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৮হাজার ৬৫৩ জন। এরইমধ্যে শোনা গেল, চীনে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন দুই জন। এই অবস্থার মধ্যে করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন তুলে নিয়েছে চীন। এতে প্রায় ৭৩ দিন পর রাস্তায় বের হলো বহু মানুষ। লকডাউন তুলে নেওয়ার খবরে স্বস্তি পেয়েছেন উহানে আটকা পড়া লোকজন। মনে করা হচ্ছে প্রায় ৫৫ হাজার মানুষ ট্রেনে করে উহান ছাড়তে পারবেন। অপরদিকে, ১০ হাজারের বেশি ভ্রমণকারী বিমানে করে উহান ছাড়তে পারবেন।চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের মূলখণ্ডে নতুন করে ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি বিদেশ থেকে ফেরা ৫৯ আক্রান্তকে মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা হয়েছে ১,০৪২।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct