স্বামী করোনা ভাইরাস পজিটিভ। তাকে সেবা করেও করোনা নেগেটিভ থাকলেন স্ত্রী। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন রংপুরের ওই ব্যক্তি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার সঙ্গে হাসপাতালে এক সপ্তাহ ধরে রয়েছেন তার স্ত্রী। সেবা করার পর স্ত্রীর করোনা নেগেটিভ আসার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুজ্জামান সঞ্জয় বলেছেন, আমরা রোগীর স্বজনকে স্বাস্থ্যবিধি শিখিয়ে দিয়েছি। তাই এটা সম্ভব হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে গত রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct