করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে দিশেহারা গোটা বিশ্ব। চীন উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস ইতোমধ্যে ২০৯টি দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস থেকে বাঁচার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ। তবে যে কাগজের নোট নিত্যদিনের সঙ্গী সেই নোট নিয়েই বিপাকে পড়েছে মানুষ। এবার কাগজের নোটের কোনও প্রকার ক্ষতি না করে তা পরিষ্কারের পদ্ধতি নিয়ে এসেছে থাইল্যান্ডের একটি ব্যাংক। প্রথমে সাবান বা ডিশ ওয়াশিং লিকুইডের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এতেই জীবাণু মুক্ত হবে কাগজের নোট। তবে ব্লিচিং পাউডার, বেকিং সোডার ব্যবহার বা সিদ্ধ করা যাবে না কোনওভাবেই। বিশেষজ্ঞদের মতে, করোনার জীবাণু কাগজের নোট এবং পয়সার উপরে থাকে। তারা প্রতিদিনই সাবান জল দিয়ে তাদের কাগজের নোট পরিষ্কার করেন। দেশটির অনেক রেঁস্তোরায় ব্যাংক নোট নিষিদ্ধ করা হয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে এখনও কোনও সতর্কতা জারি করেনি তবে বিশেষজ্ঞরা বলছেন আগে থেকেই সচেতন থাকা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct