প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপের সময় ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় করোনা মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা হবে। তাই ভারতের কাছ থেকে তিনি হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাওয়ার অনুরোধ জানান। কিন্তু একগণ ভারত সেই পথে এগোয়নি বলে আমেরিকার অভিযোগ। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আমেরিকায়। তাই ট্রাম্প বিরক্ত ভারতের উপর। এই নিয়ে নাকি তিনি হুমকি দিয়েছেন হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠালে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হতে পারে। সোমবার এমন হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, আমেরিকার সঙ্গে ভাল সম্পর্ক ভারতের। কিন্তু তিনি অবাক হবেন যদি ভারত হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ না পাঠায়।
নিষেধাজ্ঞা জারি করে ভারত।
ট্রাম্প বলেন, আমি অবাক হব যদি এটা প্রধানমন্ত্রী মোদির সিধান্ত হয় যে তারা পাঠাবে না। যদিও ভারত ২৫ মার্চ থেকে ওষুধ রফতানি বন্ধ করে দিয়েছে। ট্রাম্প বলেন, আমি রবিবার সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি এবং আমি বলেছি যে আপনি যদি হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের ব্যবস্থা করেন তবে আমরা এই পদক্ষেপকে সম্মান করব। আর যদি সরবরাহের অনুমতি না দেন, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, আমাদের থেকেও প্রতিশোধ নেওয়া হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct