আগামী এক মাসের জন্যে সৌদি আরবের ভেতরের স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত কাগজ ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার।
মদিনা চেক পোস্টের নিরাপত্তায় থাকা এক কর্মকর্তা বলেন, আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে পবিত্র মক্কায় বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ভিড় কমাতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেদ্দা, মক্কা, তায়েফ ও মদিনাসহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা।
সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শমরনী বলেন, জেদ্দা থেকে অনেক গাড়ি চালকসহ গাড়িভর্তি যাত্রীদের ইকামা চেক করে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইকামা ও মক্কা প্রবেশের অনুমোদন কাগজ পেয়েছে এমন ব্যক্তিই মক্কায় প্রবেশ করতে পারবে।
তিনি আরো বলেন, স্থানীয়দের মধ্যে যারা হজের অনুমোদন ছাড়া অবৈধবাবে মক্কায় প্রবেশ করবে তাদের গ্রেফতার করা হবে এবং তাদের যানবাহন জব্দ করা হবে। আর প্রবাসীদের মধ্যে যারা হজের অনুমোদন না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের দেশে ফেরৎ পাঠানোসহ ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct