নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ থেকে করোনা সংক্রমণের জেরে গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। উত্তর-পূর্ব দিল্লির গোষ্ঠী-সংঘর্ষ বিধ্বস্ত মুস্তাফাবাদে এর প্রভাব পড়ছে। জানা গিয়েছে, মুস্তাফাবাদে বাসিন্দাদের বড় অংশের অভিযোগ, নিজামুদ্দিনের তাবলিগ জামাতের ধর্মীয় সমাবেশ থেকে করোনা সংক্রমণের ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরেই তাদের এলাকায় পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। লকডাউন অগ্রাহ্য করে দিনে-রাতে বাড়ি বাড়ি চড়াও হয়ে হুমকি দিচ্ছে বহিরাগতরা। টাকা চাওয়া হচ্ছে, না পেলে বাড়ির লোকেদের অপহরণ, এমনকী ভাইরাস ছড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটছে, মৌখিক ভাবে স্থানীয় পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় মহিলাদের। এমনকি পুলিশে খবর দিলে হিতে বিপরীত হবে, তেমন হুমকিও শুনতে হচ্ছে। দিল্লি পুলিশের দাবি, এমন তথ্য নেই তাদের কাছে।