ফাইভজি প্রযুক্তি থেকে ব্রিটেনে করোনা ভাইরাস ছড়ায় এমন গুজবে টেলিকম সংস্থার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে ব্রিটেনে সম্প্রতি মোবাইল ফোনের তিনটি টাওয়ারে আগুন দেওয়া হয়েছে। যে ঘটনায় আপাতত তদন্ত চলছে। জরুরি সার্ভিসকে ফোনে জানানো হয় যে রাত ১১টার কিছু আগে একটি ফাইভজি মাস্তুলে আগুন লেগেছে। পুলিশও এই ঘটনা নিশ্চিত করেছে। জরুরি সার্ভিসের কর্মীরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে তারা ঘটনাস্থলের ছবি তুলে নেন। লিভারপুলের মেয়র জো আন্ডারসন বলেন, 'এই অদ্ভুত তত্ত্ব নিয়ে আমার কাছে হুমকি এসেছে। সোশ্যাল মিডিয়ায় তা আরও গতি পাচ্ছে।' মিডিয়া রেগুলেটর অফকম জানায়, এই ভুল ষড়যন্ত্র তত্ত্ব কারা প্রচার করেছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ও নেক্সডোরের মতো সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তা ছড়িয়ে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct