ব্যাট হাতে রান নেই তাঁর।তাঁকে নিয়ে প্রাক্তনদের নানা সমালোচনা। তাঁর নাকি দৃষ্টিশক্তি কমে গিয়েছে।ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব তেমনিই কথা শোনালেন বিরাট কোহলির বিরুদ্ধে। নিউজিল্যান্ড ট্যুরে কোহলির ব্যাটিং ভালো ছিল না। যার ব্যাটে ছিলো রানের স্বর্গ তিনিই কিনা তিন সংস্করণ মিলে ১১ ইনিংস খেলে ফিফটি করেছিলেন মাত্র একটি। বয়সের সঙ্গে সব কিছু বদলে যায়। ৩১ বছর বয়সী কোহলিতেও ব্যতিক্রম নয়। আর তাই তিন সংস্করণের যে কোন একটি থেকে সরে যাওয়ার আভাস দিয়েছেন কোহলি। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, '‘সত্যিকার অর্থে আমার বিশ্রামের প্রয়োজন। গত দুই-তিন বছরে আমাকে অনেক খেলতে হয়েছে। যখনই পেরেছি বিশ্রাম নিয়েছি। হয়তো এখানে একটি ওয়ানডে সিরিজ, তারপর কোনো টি-২০ সিরিজ। আমি টেস্ট ক্রিকেটটা মিস করতে চাই না। কিছু টি-২০ ম্যাচ ছিল যখন আমার মনে হয়েছে এর কোনো মানে হয় না। আমি সংবাদ সম্মেলনেও এ নিয়ে বলেছি। আমি বলেছি এমন ম্যাচ খেলা ঠিক না, যার জন্য আপনি কোনো অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন না। আমি এভাবে খেলা পছন্দ করি না।’তবে এখনি অসবর নয়। ওয়ানডে বিশ্বকাপের পরেই তিনি নিতে যাচ্ছে সিদ্ধান্ত, ‘আগামী বিশ্বকাপ পর্যন্ত দুই-তিন বছরের জন্য একটা সময় বেঁধে দিয়েছি। তত দিন আমার সর্বোচ্চটাই দেব। এরপর কী অবস্থা, কোন ফর্ম্যাট, এসব নিয়ে তখন চিন্তা করবো।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct