ফিলিপাইনসের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে আগেই জানিয়ে দিয়েছিল লকডাউন ভেঙে রাস্তায় বের হলেই গুলি করা মারা হবে। যদিও সেই নির্দেশ বাস্তবায়িত হল সুদূর নাইজেরিয়ায়। সরকারি নিয়ম ভেঙে লকডাউনের সময় বাড়ির বাইরে আসতেই নাইজেরিয়ার সেনা গুলি চালাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। ঘটনা ওয়ারি শহরের। স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে পরে শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে নাইজেরিয়া সরকার অন্যান্য দেশের মতো লকডাউন চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মেনে ঘরে থাকতে হবে। ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এই দেশে করোনায় মৃত ৪ জন, সংক্রামিত ২০০ জনের বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ওয়ারি শহরে লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হওয়ায় জোসেফ পেসুকে গুলি করে মেরে ফেলে সেনাবাহিনী। এই ঘটনার পর সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct