করোনার উৎপত্তিস্থল চীনের উহানে। অথচ সাম্প্রতিক অতীতে সেই চীনে মানুষ মৃত্যুর খবর পূণাঙ্গ প্রকাশ হচ্ছে না বলে অনেকেই অভিযোগ করছিল। এদিন সবাইকে অবাক করে দিয়ে আমেরিকার অন্যতম প্রভাবশালী পত্রিকা 'ওয়াশিংন্টন পোস্ট' তাদের প্রতিবেদনে সাফ জানিয়ে দিল, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ মারা গিয়েছে। এতদিন তারা মৃত ও আক্রান্ত লোকজনের বিষয়ে প্রকৃত তথ্য দেয়নি। চীনের সাময়িকী ‘ক্যাক্সিন'–এর তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, উহানের হানকাউ নামের একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘণ্টা ধরে মৃতদেহ সৎকার হয়েছে। মাত্র দুদিনে সেখানে ৫ হাজার মানুষের মরদেহ পোড়ানো হয়। অনলাইনে পোস্ট করা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একটা হিসাব বের করেছে। এ হিসাবে গত ২৩ মার্চ থেকে মৃতদেহ সৎকার শেষে উহানে শব বা মৃতদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে এসেছে প্রতিদিন। এই হিসাবে ‘ওয়াশিংটন পোস্ট’–এর প্রতিবেদনে ৩ এপ্রিল পর্যন্ত ১২ দিনে উহানে ৪২ হাজার মানুষের মৃত্যুর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন সরকার করোনা ভাইরাসের কারণে মৃত্যুর যে সংখ্যা দিয়েছে, তা উহানে মৃত্যুর সংখ্যা থেকে ১৬ গুণ বেশি। রেডিও ফ্রি এশিয়ায় জানিয়েছে, উহানে ৮৮টি চুল্লিতে দিন–রাত মৃতদেহ পোড়ানো হয়েছে। সেখানে ৪৮ হাজার ৮০০ মানুষকে পোড়ানো হয়েছে।