করোনা ভাইরাসের ফলে সারাদেশের অফিস আদালতে সরকারি ছুটির পাশাপাশি রেলপথ, নৌপথ, সড়কপথ বাণিজ্যিক বড় বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করার পর শহরে খেটে খাওয়া মানুষের আয় রোজগারের পথ বন্ধ। কাজ বন্ধ, আয় বন্ধ থাকায় এই শ্রেণির মানুষের মধ্যে বাড়ছে হাহাকার। বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলে দেখা গিয়েছে, করোনার বিস্তার ঠেকাতে সরকারের দেওয়া ছুটিকে তারা যথাযথ মনে করেন তবে তা এত লম্বা হবে এমনটা ধারণা করতে পারেননি তারা। আয় বন্ধ হওয়ায় পরিবার নিয়ে কি অসহায় অবস্থায় পড়েছেন তাও তুলে ধরলেন তারা। এক ব্যাক্তি বলেন, ' চরম অবস্থায় পড়ে গিয়েছেন শহরের রাস্তা, বস্তিতে থাকা মানুষগুলি।করোনা ভাইরাস মহামারি আকারে দেখা দিয়েছে, সরকার দেশের মানুষের নিরাপত্তার জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। সব বুঝি তবে আমাদের মতো প্রায় ৩০/৪০ লাখ মানুষ স্ত্রী পুত্র নিয়ে আছে। তাদের হাড়ি উঠছে না। গত কয়েক দিনে বিচ্ছিন্নভাবে কোন কোন বিত্তবান মানুষ কিছু অসহায় দরিদ্রকে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু এভাবে তো আর চলে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct