করোনা সতর্কতা হিসেবে অনেকে মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দিয়েছেন। তাদের ধারণা শুধু নিঃশ্বাস বা সংস্পর্শে নয়, করোনা ভাইরাস ছড়াতে পারে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও। আসলে করোনা ভাইরাস নিয়ে সবসময় সচেতনতা দরকার। তা ফোনের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে হোক। এ ব্যাপারে ফোনকে কিভাবে সুরক্ষিত রাখা যায় তার কিছু টিপস দেওয়া হল।
করোনা সচেতনতা হিসেবে প্রথমত ফোন সুইচ অফ করে ব্যাক কভার খুলে রাখুন। ফোন ধরার আগে এবং পরে হাত ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। বারবার স্যানিটাইজার ব্যবহার করুন। মোবাইল ফোন পরিষ্কারের জন্য স্পিরিট মাইক্রোফাইবার কাপড়ে দিয়ে পরিষ্কার করুন। শুধু মোবাইলের স্ক্রিনই নয় মোবাইলের বাইরের পেছনের দিকটিও একইভাবে পরিষ্কার করতে হবে। প্লাস্টিক এবং সিলিকনের ব্যাককভার ফোনে থাকলে সেটি খুলে নিয়ে গরম জলে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। কথা বলার জন্য যতটা সম্ভব ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct