চীনের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের দুশোর বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, করোনা ভাইরাসের জেরে বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর সিঙ্গাপুরে কমে যাচ্ছে বাড়ির দাম। সিঙ্গাপুরের আরবান ডেভেলপমেন্ট অথোরিটি প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে দেশটিতে বাড়ির দাম কমেছে ১.২ শতাংশ। আগের প্রান্তিকে বাড়ির দাম ০.৫ শতাংশ বেড়েছিল। সিঙ্গাপুর সরকার করোনা ঠেকাতে নতুন সামাজিক দূরত্ব আইন প্রয়োগ করেছে। এর ফলে দশজনের বেশি মানুষ কোথাও জমায়েত হতে পারে না। এতে অনেক খাতেই কেনাকাটা কমেছে। বিশেষকরে বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা ও এজেন্টের যোগাযোগ এখন কমে গিয়েছে।১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পর এটিকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচন মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে দেশটির সরকার দ্বিতীয় দফায় অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করেছে। আশা করা হচ্ছে এতে জিডিপি ১১ শতাংশ বাড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct