দেশের প্রায় বেশিরভাগ মানুষের দাবি, তাদের আশেপাশের বিদেশ ফেরতরা যথাযথ হোম কোয়ারেন্টাইন মানেননি।তাদেরকে জনসমাগমে বিভিন্ন সময়েই দেখতে পাওয়া যায়। এরইমধ্যে দেশের ৫,২৩৯ জন মানুষের ওপর পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। একদল শিক্ষার্থী গত ১৯ ও ২০ মার্চ ওই জরিপ পরিচালনা করেন। জরিপে অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন ২০-২৯ বছর বয়সী। জরিপের ফলাফলে দেখা যায়, প্রায় ৮৭ শতাংশ মানুষ দাবি করছেন যে, তাদের এলাকায় কোনো প্রকার ক্যাম্পেইন হয়নি। বাকিরা জানিয়েছেন, তাদের এলাকায় সপ্তাহে মাত্র ১-২ দিন ক্যাম্পেইন হয়েছে। ৬০ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে ক্যাম্পেইন করছেন এবং প্রায় ২৭ শতাংশ মানুষের দাবি যে তারা কোনো প্রকার ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত নেই। এছাড়া শতকরা ৮৩ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন এবং এর বেশিরভাগ সাধারণ কাপড়ে তৈরি। ২০ শতাংশ মানুষ হটলাইন নাম্বার জানেন না। ওই জরিপে দেখা গিয়েছে, অনেকেই ছুটি পেয়ে ভ্রমণে, আত্মীয়ের বাড়িতে বেড়াতে কিংবা বিভিন্ন জনসমাগমে গিয়েছেন। প্রায় অর্ধেকের মতো মানুষ তাদের বাড়ির বাইরের কাউকে আসার অনুমতি দিচ্ছেন। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বলছেন, করোনা ভাইরাস সনাক্তকরণে আরো বেশি পরীক্ষা করা হোক। সরকারি উদ্যোগে এলাকায় এলাকায় ক্যাম্পেইনের পরিমাণ করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct