দেশজুড়ে লকডাউন। করোনা ভাইরাস রোধে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লকডাউনের ফলে বহু মানুষের রোজগার বন্ধ। খাবারের জোগান বন্ধ। এমন অবস্থায় খিদের জ্বালায় ঘাস খাচ্ছে শিশুরা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে। যোগী আদিত্যনাথের রাজ্যের বারাণসীর বড়াগাও এলাকার কৈরিপুর গ্রামের ছয়টি শিশুকে নুন দিয়ে ঘাস খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেটা দেখে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। তাদের কাছে পৌঁছে যান রেশন নিয়ে। মোদির লোকসভা এলাকায় এমন চিত্র ধরা পড়াতে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারতজুড়ে। অনেকের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষরা চরম দুর্যোগের মধ্যে পড়েছে এই পরিকল্পনাহীন লকডাউনের ফলে। করোনার প্রকোপে লকডাউনের সময়ে এহেন চিত্র সামনে আসায় বেজায় অস্বস্তিতে মোদি সরকার। ড্যামেজ কন্ট্রোল করতে স্থানীয় প্রশাসন ছাড়াও মাঠে নেমেছেন জেলাশাসক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct