করোন ভাইরাসের প্রকোপে থাইল্যান্ড জনসাধারণকে বিনামূল্যে মোবাইল ডেটা পরিষেবা দেবে অপারেটররা। করোনার এই লকডাউন সময়ে দূরবর্তী শিক্ষায় সহায়তা হিসাবে এই ফ্রি ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সকল অপারেটর। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় সে জন্য দেশটির একজন সরকারি কর্মকর্তা মোবাইল অপারেটরগুলিকে ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলে। এর একদিন পরেই অপারেটরগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় সম্প্রচার ও টেলিযোগাযোগ কমিশনের সেক্রেটারি-জেনারেল টাকর্ন টানটাসিথ বলেন, 'অপারেটররা প্রতি মাসে ব্যবহারকারীদের ১০ গিগাবাইট (জিবি) করে মোবাইল ডেটা ফ্রি দেবে। ১০ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হবে। তবে ফ্রি ডেটা পেতে আবশ্যই নিবন্ধন করতে হবে। কমিশন অপারেটরদের ক্ষতিপূরণ দেবে বলে এক মুখপাত্র জানিয়েছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। থাইল্যান্ডের প্রধান তিনটি মোবাইল অপারেটর এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct