করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইতালি। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। ইউরোপের এই দেশটিতে মহামারি আকারে দেখা দিয়েছে করোনা। কিন্তু আশার বাণী শোনাচ্ছে ইতালির রোমভিত্তিক ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সবিষয়ক ইনস্টিটিউট আইনাডি। তারা বলছে, মে মাসের ৫ তারিখের দিকে করোনার মহামারি শেষ হবে ইতালিতে। ইনস্টিটিউটটি মহামারি সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি অ্যালগরিদমের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা, সুস্থ ও মারা যাওয়ার সংখ্যা বিবেচনা করে তারা এই ধরনের পূর্বাভাস দিয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, মহামারির তীব্র পর্যায়টি এপ্রিলের মাঝামাঝি নাগাদ শেষ হয়ে যাবে। ইতালির ট্রেন্তিনো-দক্ষিণ টাইরোলের উত্তরাঞ্চলটিতে এপ্রিল ৬ তারিখে জরুরি অবস্থা শেষ হবে। আশা করা হচ্ছে, এরপরে বেসিলিকাটা, লিগুরিয়া ও আম্বরিয়ার মধ্য অঞ্চলগুলোর জরুরি অবস্থা শেষ হবে এপ্রিলের ৭ তারিখে। লাজিও অঞ্চলে করোনা নতুন করে আক্রান্তের সংখ্যা শেষ হবে ১৬ এপ্রিলের মধ্যে। ভেনেটো ও পাইডমন্টের উত্তর অঞ্চলগুলোতে, যেখানে করোনা রোগী প্রথম সনাক্ত হয়, সেখানে ১৪ ও ১৫ এপ্রিলের মধ্যে করোনার প্রাদুর্ভাব শেষ হবে বলে আশা করা হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct