রাশিয়া বিশ্বকাপে হট ফেবারিট হয়ে খেলতে আসলেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আত্মঘাতি গোলে স্বপ্নভঙ্গের বেদনায় শেষ হয়েছে ব্রাজিলের হেক্সা মিশন।
তারকায় ঠাসা দলটির ওপর এবার প্রত্যাশাটাও বেশিই ছিল। কারণও আছে। কী ছিল না দলটিতে। সেরা গোলকিপার থেকে শুরু করে মিরান্ডা, সিলভা, মার্সেলো, ক্যাসিমিরো, কুতিনহো, পাওলিনহো, নেইমার সবাই এই সময়ের প্রতিষ্ঠিত তারকা ফুটবলার। কিন্তু হিসাবের গণেশটা যেন হুট করেই উল্টে গেল।
তবে শেষ পর্যন্ত কোচ তিতের ওপরই ভরসা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিশ্বেকাপে হেরে ব্রাজিলের কোচ হিসেবে বহাল থাকার ঘটনা বিরল। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৭৮ বিশ্বকাপে হেরে বিদায় নেয়ার পরও সেবার ব্রাজিলের কোচের দায়িত্বে বহাল রাখা হয়েছিল ক্লদিও কৌতিনহোকে। সেই সৌভাগ্য হলো এবার কোচ তিতের।
২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর তিতের ছোঁয়ায় বদলে যাওয়া এক ব্রাজিলকেই দেখেছে ফুটবল বিশ্ব। গত দুই-আড়াই বছরে ব্রাজিল তো অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিল এক প্রকার। কিছু সমালোচনা থাকলেও তাতে কান দিতে রাজি নয় দেশটির ফুটবল ফেডারেশন।
তাই ব্রাজিল ফুটবল ফেডারেশন ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত তিতের ওপরই ভরসা রাখছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে তিতের কোচ থাকার বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ফেডারেশন ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে তিতের সঙ্গে চুক্তি করছে।
এ ব্যাপারে তিতে বলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশন আমাকে দলের মধ্যে ঐক্য এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠার শর্ত দিয়েছে। এটা আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জটির মুখোমুখি হতে পেরে আমি খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct