ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরা স্বামীর জ্বর-সর্দি ও কাশি দেখা দেওয়ায় তাকে বাড়িতে উঠতে দেননি স্ত্রী। বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে গতকাল সকাল থেকে ওই গ্রামে তোলপাড় চলছে। জানা গিয়েছে, আদমদীঘির কেশরতা গ্রামের কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে গতকাল ভোরে ট্রাকযোগে বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর তাঁর শরীরে জ্বর থাকার কথা শুনে ঘর থেকে বের করে দেন স্ত্রী। এ ছাড়া একই গ্রামের দুবাইফেরত নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও ঢাকাফেরত বয়েজ উদ্দীনের ছেলে মেহেদী হাসান গত ২০ মার্চ নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন। পরে বিষয়টি জানাজানি হলে একটি মেডিক্যাল টিম কেশরতা গ্রামে যায়। সেখানে ওই তিনজনের শরীর পরীক্ষা করা হয়। পরে ওই তিন পরিবারের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct