ইতালির পর এবার ব্যাপকভাবে করোনা ভাইরাসে মৃত্যু ঘটছে আমেরিকায়। শুধু আমেরিকার ছায়া পড়েছে ইসরাইলে। ইসরাইলে করোনা আতঙ্কে এখন থমথমে। বিশ্বের উন্নত প্রযুক্তির দেশ ইসরাইল এখনো কোনো রাস্তা পারছে না যাতে করোনা ঠেকাতে পারে। তাই করোনা থেকে বাঁচতে ইসরাইলিরা এখন আশ্রয় নিচ্ছে পরমাণু বাংকারে। মহামারি করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জেরুজালেমের পাবর্ত্য এলাকায় নির্মিত একটি বাংকার খুলে দিয়েছে ইসরাইল। করোনা থেকে বাঁচতে সেই বাংকারে আশ্রয় নিচ্ছে অবৈধ রাষ্ট্রটির নাগরিকরা। লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের হামলা থেকে বাঁচতেই এই বাংকার নির্মাণ করেছিল ইসরাইল। করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় বাংকার খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
পরমাণু অস্ত্রের হামলা থেকে বাঁচতে এক দশকেরও বেশি সময় আগে জেরুজালেমের পাবর্ত্য এলাকায় এ বাংকার নির্মিত হয়েছিল। ন্যাশনাল ম্যানেজমেন্ট সেন্টার নামের এই বাংকারটিতে বসবাসের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। করোনা মহামারীর চরম ঝুঁকির মুখে চলতি সপ্তাহে বাংকারটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসারইলি কর্তৃপক্ষ। এখান থেকে জেরুজালেমের সরকারি দফতর ও রাজধানী তেলআবিবের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়।
ইসরাইলি এক কর্মকর্তা দাবি করেছেন, করোনা নিয়ন্ত্রণ ও পরিস্থিতির ওপর নজর রাখার ক্ষেত্রে এই বাংকার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। আর এটাই এখন করোনা থেকে বাঁচার হাতিয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct