করোনা সংক্রমণের প্রতিরোধে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। ১৪ এপ্রিল পর্যন্ত কেবল জরুরি পরিষেবাগুলি ছাড়া ব্যাংক এবং এটিএম গুলিকে সরকার জরুরি সেবার মধ্যে রাখা হয়েছে। আশ্চর্য বিষয় ব্যাংক কর্তৃপক্ষ এটিএম কোনো এটিএম এ গ্রাহকদের হাত পরিষ্কারএর এবং কিবোর্ড পরিষ্কারের জন্য কোনো স্যানিটাইজার ব্যবস্থা করেনি ব্যাংক কর্তৃপক্ষ। এমনকি এটিএম গার্ডদের মাক্স হ্যান্ড গ্লাপসএর ব্যবস্থা করেনি বলে অভিযোগ করল বেঙ্গল প্রোভিন্সিয়া ব্যাংকস কন্ট্রাক্ট এমপ্লয়ীজ এসোসিয়েশন। এই সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সাহাবুদ্দিন বলেন, যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার সাবধানতা অবলম্বনের জন্য বলছেন সকল সময় হাত ধুতে, সেখানে শত শত গ্রাহক এটিএম টাকা তুলতে আসছেন এবং একই কি বোর্ডই ব্যবহার করছেন। চিন্তা করুন সংক্রামন ছড়ানোর ক্ষেত্রে কত সহজেই বাড়তে পারে একটি বার কি চিন্তা করে দেখেছেন? আমাদের তরফ থেকে ব্যাংক কর্তৃপক্ষ দের লিখিত চিঠি দেওয়া হয় যে স্যানিটাইজার সহ ম্যাক্স এবং গ্লাপস দেওয়ার জন্য কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ব্যাংক সংলগ্ন এটিএম গুলি হয়তো যেও কেউ দিয়েছে কিন্তু অফ সাইট এটিএম গুলির অবস্থা খুবই করুণ। মোট এটিএম এর অর্ধেকে গার্ড আছে তারমধ্যে প্রাইভেট ব্যাংকের কিছু এটিএম এ এবং সরকারি ব্যাংক এর মাত্র কয়েকটি এটিএমএ গার্ড আছে। অধিকাংশ এটিএম গার্ড শূন্য। সরকারের পেনশন ভুগিরা এবং সরকার কর্তৃক ঘোষিত ৫০০ টাকা বা অন্য অনুদান তুলতে যে ভিড় হবে তাদের জন্য কেন্দ্র কোনো জীবাণুনাশের ব্যবস্থা না করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। ব্যাংক এবং এটিএম গার্ডগুলি কি ভাবে ডিউটিতে আসবে কিভাবে কর্মীরা তা নিয়ে ভাবা উচিত বলে মনে করেন। এ ব্যাপারে রাজ্য সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct