বাড়ি ফেরার তাড়ায় রাজধানী থেকে শুধু নয় অন্য রাজ্য থেকেও মাইলের পর মাইল হেঁটে চলেছে। এবার এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হাঁটতে হল প্রায় সাত কিমি। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার পুসুগুডেম গ্রামে। জানা গেছে হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে এক প্রসূতির। কিন্তু দেশজুড়ে লকডাউন থাকায় তারা মুশকিলে পড়ে। কারণ কোন গাড়ির পাওয়া যাচ্ছিল না। তাই কাঁধে করেই অন্তঃসত্ত্বা এক মহিলাকে সাত কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হল। আর তা করলেন স্বাস্থ্যকর্মীরাই।
রবিবার সংবাদ সংস্থা এএনআই টুইটারে দু’টি ছবি পোস্ট করেছে। ওইছবি দু’টি পোস্ট হওয়ার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্বাস্থ্য কর্মীদের এই প্রয়াস প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, শনিবার হঠাৎই প্রসব বেদনা ওঠে ওই মহিলার। সে সময় তিনি গ্রামের জঙ্গলের দিকে কাঠ সংগ্রহে যাচ্ছিলেন। গর্ভবতী মহিলার প্রসব বেদনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ির কর্মীরা। গাড়ি না পাওয়ায় শেষ পর্যন্ত স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ঠিক করেন একটি বড় বাঁশে দোলা বেঁধে স্ট্রেচার বানিয়ে ওই মহিলাকে বসিয়ে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও গ্রাম থেকে সাত কিলোমিটার দূরে ভদ্রদ্রি কোথাগুডেমের মুলাকালাপল্লিতে। শেষপর্যন্ত ওই স্ট্রেচারে মহিলাকে নিয়ে তারা যাত্রা শুরু করেন। হাসপাতালে পৌঁছনোর পর হাঁফ ছেড়ে বাঁচেন প্রসূতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct