করোনার ফলে পুরো দেশ জুরে লক ডাউন চলছে। বলিউড থেকে শুরু করে টলিউডের সমস্ত মুভির শুটিং, টিভি ধারাবাহিকের শুটিং, ওয়েব সিরিজের শুটিং স্থগিত রাখা হয়েছে। ফলে ভারতের সমস্ত ছোট - বড়ো অভিনেতা অভিনেত্রী, এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সমস্ত কর্মী গৃহ বন্দি। তবে অনেক অভিনেতা অভিনেত্রী ঘরে বসে থেকেই করোনা মোকাবিলায় সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে। যে যেমনভাবে পারছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যেমন, বলিউডের ভাইজান সালমান খান, অন্য ভাবে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন।
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ তাই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কর্মীরা ঘরে বসে। যাদের আর্থিক সাহায্যর প্রয়োজন, এমন কর্মী দের কথা ভেবে তাদের দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন সালমান খান। প্রায় ২৫ হাজার কর্মীর দায়িত্ব নিয়েছেন তিনি। এই কর্মীদের মধ্যে জুনিয়া আর্টিস্ট, টেকনিশিয়ানস সহ আরও অনেকেই রয়েছেন।
সলমন খানের সংস্থা "বিয়িং হিউম্যানের" মাধ্যমে সাহায্য করবে বলে জানা গিয়েছে। কর্মীরা যাতে সরাসরি টাকা পায় তার জন্য বিয়িং হিউম্যানের পক্ষ থেকে তাঁদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে নেওয়া হয়েছে।
২১ দিন লক ডাউনের ফলে ইন্ডাস্ট্রি সেই সব কর্মী যারা দিন এনে দিন খায়, তারাই কিন্তু সবথেকে বিপদগ্রস্ত। আর তাদের কথা মাথায় রেখে অর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। এইরকম নানান সামাজিক কার্যকলাপের যুক্ত থাকেন ভাইজান।
তাছাড়া সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার, তিনি ২৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct