লকডাউন ঘোষণা হওয়ায় রাস্তায় আর অযথা ঘোরাফেরা করা যাবে না।সেক্ষেত্রে লুলিশ যেমন গ্রেফতার করতে পারে তেমনি তার ছয় মাসের জেল অথবা জরিমানাও হতে পারে। কিন্তু তা থেকে বাঁচবেন কিভাবে তার জন্য পথ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রশাসন। এর জন্য চালু হলে ই পাশ। ইন্টারনেট থাকলেই ঘরে বসে এই ই পাশ সংগ্রহ করে জরুরি দরকার বাইরে বেরতে পারেন। পথে পুলিশ ধরলে এই পাশ দেখলেই ছাড় পেয়ে যাবেন। রাজ্যে প্রথম এই ই পাশ চালু করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। করোনা ভাইরাসের সংকটে লকডাউন থাকায় এই সুবিধা মানুষের জন্য এনেছে রাজ্য সরকার। জানা গেছে, মোবাইল ফোন ব্যবহার যারা করেন তাদের হোয়াটস অ্যাপ থাকলে এই ই পাশ পাওয়া যাবে সহজেই। যেকোন নাগরিক সংশ্লিষ্ট থানার ওসি বা আই সি কে কিংবা থানার হোয়াটস অ্যাপ নম্বরে আপনার নাম ঠিকানা, গন্তব্য, রেজিস্ট্রার মোবাইল নম্বর সঙ্গে আধার কার্ড অথবা ভোটার আই কার্ড, গাড়ি থাকলে ব্যবহৃত গাড়ির নম্বর দিয়ে থানার হোয়াটস অ্যাপ নম্বরে পাঠালে এই পাশ মিলবে।
আপাতত দক্ষিণ ২৪ পরগনায় এই পাশ চালু হলেও রাজ্যের প্রায় সব জেলায় মিলবে বলে প্রশাসন সূত্রেজানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct