দেশে প্রথমে কয়েক দিন, তারপর ২১ দিন লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একেবারে অপরিকল্পিতভাবে এই লকডাউন ঘোষণা করে চরম বিপদে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করেখেটে খাওয়া মানুষ। ঠিক যেভাবে হঠাৎ নোটবন্দির ঘোষণা দেওয়ায় মানুষের দুর্ভোগের শেষ ছিল না, ঠিক সেভাবে দুর্ভোগ হচ্ছে মানুষের। হাজার হাজার শ্রমজীবী মানুষ যেমন দিল্লিতে আটকে আছেন, তেমনি বহু মানুষ নানা রাজ্যে আটকে আছেন। প্রত্যেকেই চাইছেন বাড়ি ফিরতে। কিন্তু কোনো উপায় নেই। কেউ কেউ একশো কিলোমিটার হেঁটে বাড়ি ফিরছেন। কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন। কেউ ছোট্ট বাচ্চা কাঁধে নিয়ে হেঁটেই চলেছেন বাড়ির পথে। সেই নির্মম দৃশ্য ফুটে উঠেছে সারা দেশে। এই পরিস্থিতিতে মন কি বাত অনুষ্ঠানে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চাইলেন। বললেন লকডাউন ঘোষণার ফলে মানুষের এই দুর্ভোগের জন্য তিনি ক্ষমা চাইছেন জনগণের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct