বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবায় মৃত্যু মিছিল বাড়ছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সব দেশকে ছাপিয়ে গেল আমেরিকা। জানা গেছে, ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে ৫ হাজার ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দু হাজারের বেশি মারা গেলেও আক্রান্তের সংখ্যা সবাইকে চাপিয়ে জায়সি সেখানে মৃতের পাহাড় জমতে পারে। যদিও সারা বিশ্বে এখন মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। কিন্তু আমেরিকায় মৃত্যু রেকর্ড সৃষ্টি করতে পারে।
এমনিতেই প্রতিদিন বিশ্বব্যাপী হাজারো মানুষ মারা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তা সামলাতে বেকায়দায় পড়েছে বিশ্বের সব দেশ। চিনে করোনা ভাইরাসের শুরু হলেও ভাইরাসটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে; ১০ হাজার ২৩ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৮৯। এদিকে ৫ হাজার ৯৮২ মৃত্যু নিয়ে স্পেনের অবস্থাও বিপর্যস্ত। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজারের বেশি। আমেরিকায় সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার আক্রান্ত মানুষের মধ্যে ২ হাজার ৪৭ জন ইতোমধ্যে মারা গেছে। করোনায় প্রাণহানিতে চিনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইতালি এবং স্পেন। স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩২ জন। ফ্রান্সের অবস্থাও বেশ নাজুক। মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩১৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। ফলে মৃত্যু ক্রমশ বেড়েই চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct