দেশে তিন সপ্তাহ লকডাউন ঘোষণা করায় কোনো বিয়ে বাড়ির আয়োজন বন্ধ। কিন্তু তাই বলে বিয়ে বন্ধ নয়। সমস্যা হল বিয়ে করতে যাবে কিভাবে। গাড়ি চলাচল তো বন্ধ। কিন্তু বিয়ের দিন নির্দিষ্ট হওয়ায় কেউই তা হাতছাড়া করতে চায় না। এমন পরিস্থিতিতে এক অভিনব উপায়ে বিয়ে হল উত্তরপ্রদেশের হারদৌয়ে। ওই এলাকার ১৫ কিলোমিটার দূরত্বে দুজনে থাকেন বর হামিদ ও কানে মেহজাবিন। তাদের বিয়ে হওয়ার কথা ইসলামী নিয়ম মেনে। ইসলামী নিয়মে বিয়ের সময় মেয়ে রাজি হল কিনা তাতে সাক্ষী থাকতে হয়। কনে রাজি হয়েছে বললেই তবেই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু লাকডাউন অবস্থায় রাস্তায় কেউ বেরতে পারেনি। অবশেষে মোবাইলে ভিডিও কল করে সাক্ষীরা কনের মত জেনে নিলেন। ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির লোকেরাই একমাত্র সাক্ষী। আর তারপর বিয়ে সম্পন্ন হল। এই বিয়েটি হয়েছে গত বুধবার উত্তরপ্রদেশের হরদৌয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হামিদ আর মেহজাবিন। সেলফ আইসোলেশন বজায় রেখে ভিডিও কলেই 'বিবাহ' করেছেন তারা।
আর যে যার বাড়ির সদস্যরাই সবাই মিলে খাওয়া-দাওয়া কবলেন। এ। বিষয়ে বড় হামিদ জানান, করোনা সর্তকতা মেনে এই লকডাউনের সময় বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়া ছিল অসম্ভব। কিন্তু বিয়ে পিছিয়ে দিতে চাননি তিনি ও তার হবু স্ত্রী। তাই ভিডিও কলের মাধ্যমে বিয়ের পরিকল্পনা করা হয়। হামিদ আরো জানান, লকডাউনের সময়টা পেরিয়ে গেলে তবে নতুন বউকে ঘরে আনবেন। তার আগে শুধু বিয়েটা সেরে ফেললেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct