মদের নেশা সর্বনাশা। কিন্তু অনেকেই তা মানেন না। বিশেষ করে যারা মদ না খেয়ে থাকতে পারেন না। এই ধরনের মানুষ যেখানেই থাকুক না কেন তাদের মদের প্রতি বিশেষ আসক্তি থাকে। এমন একজন ব্যক্তি হল রমন কুট্টি। কুট্টি বন্দি ছিল কেরলের কারাগারে। কিন্তু মদের খোঁজে ছিল সেই। তার সন্ধান সে পায় যখন জেলওর মধ্যেই বন্দিদের দিয়ে স্যানিটাইজার তৈরির কাজ চলে। তাতে সেও শামিল ছিল। কিন্তু মদ ভেবে সে স্যানিটাইজার খেয়ে ফেলে।
অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার পালাক্কাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানবী রমণকুট্টি নামে ওই কয়েদির মৃত্যু হয়। জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী ছিল রমণকুট্টি। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে।
কারা কর্তৃপক্ষের বক্তব্য, ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে জেলখানায় উৎপাদিত স্যানিটাইজার খেয়ে ফেলেছিল ওই বন্দি। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর রমণকুট্টির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct