করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যত দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জন। একদিনেই তা ২৫ হাজারে পৌঁছে যাবে বলে সমীক্ষকরা বলছেন।
এ ব্যাপারে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সমীক্ষক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের জানিয়েছে, নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫৩৩০২৯ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৮১১ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ হিসেবে প্রায় ৯৫ শতাংশ রোগী মধ্যবর্তী অবস্থায় রয়েছেন এবং ৫ শতাংশ রোগীর অবস্থা আশঙ্কাজনক। তবে আশার কথা করোনা ভাইরাস আক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এ হিসেবে করোনায় আক্রান্ত প্রায় ৮৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১৬ শতাংশ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct