এখন কাশি সর্দি কিংবা দমের কষ্ট হলেই অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করে থাকেন। অবশ্য হাসপাতালে পরীক্ষা না করলে জানা যায় না তার করোনা ভাইরাস হয়েছে কিনা। তবু, আশঙ্কায় মানুষ কুঁকড়ে আছে।
এরকমই একজন মানুষ তার বন্ধুদের একজনের কাছে জানিয়েছিলেন, তার করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে। তাই তিনি ভীতসন্ত্রস্ত। এর পর দেখা গেল তিনি গাছের একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। তিনি কর্নাটকের উদুপি তালুকের উপ্পুর গ্রামের বাসিন্দা ৫৬ বছর বয়সী গোপালকৃষ্ণ মিদিভালা নামে ব্যক্তি গাছে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা অবশ্য কেউ বলেননি। নিজেই সন্দেহ করেছিলেন।
জানা গেছে, গোপালকৃষ্ণের করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার বিশেষ কোনো লক্ষণই ছিল না। কিন্তু তিনি মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জেগে যান। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। বুধবার সকাল ৫টার দিকে যখন পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে যান, তারা দেখতে পান বাড়ির কাছেই একটি গাছের সঙ্গে ঝুলছে গোপালকৃষ্ণের মৃতদেহ। এর আগে বাড়ি থেকে উদ্ধার করা হয় তার লেখা সুইসাইড নোট। তাতে লেখা তার সন্দেহ করোনা ভাইরাস সংক্রমণ হয়েছেন। তাই এই আত্মহত্যা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct