করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দেশে।তবে আমাদের রাজ্য এই মারণ ভাইরাস প্রতিরোধে খুবই তৎপরতা নিয়েছে। যে সব সতর্কতা জারি করা হয়েছে তা যথাযথ পালন করলে হয়তো মানুষের তেমন ভয় থাকবে না। বিশেষ করে জনসমাগম না করার পরামর্শ দেওয়া হয়েছে। বলে হয়েছে বেশি লোকের সঙ্গে মেলা মেশা না করতে। কিন্তু অনেকে সমস্যায় পড়েছেন তাদের পোষ্য নিয়ে। কারো বাড়িতে রয়েছে কুকুর, কারো বাড়িতে বিড়াল। তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে থাকতে হয়। এ ব্যাপারে কোনো নির্দেশিকা না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন গৃহপালিত পশু কোনো ক্ষতির কারণ নয়। সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে তাই ইন্ডিয়া-অ্যানিমাল রাইটস অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, কুকুর ও বিড়ালের মতো পশুপ্রাণীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা এদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে ‘পেটা ইন্ডিয়া’র সিইও বিশিষ্ট পশুচিকিৎসক মণিলাল ভালিয়েত জানান, মানুষের এবং পোষা প্রাণীদের শরীরের ‘সেল রিসেপ্টর’ একেবারে আলাদা। তাই মানব শরীরের কোনো ভাইরাসঘটিত সংক্রমণ ঘরের পোষা অথবা রাস্তার কুকুর ও বিড়ালের শরীরে বাসা বাধতে পারে না। তাই কুকুর ও বিড়াল কোনোভাবেই কোভিড-১৯ এর প্রাকৃতিক বাহক (ন্যাচারাল হোস্ট) হয় না। তারা মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে না। ফলে ঘরের পোষ্যদের নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct