করোনা আতংকের মাধ্যে আফগানিস্তানে শিখদের কাছে এল এক নতুন আতঙ্ক। রাজধানী কাবুলের শোরবাজার এলাকায় একটি শিখ গুরুদুয়ারায় গুলি চালাল একদল আক্রমণকারী। বুধবার সাতসকালে এই হামলায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। কারণ গুরুদুয়ারায় হামলার খবর পেয়ে আফগান পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। তারপর আক্রমণকারীদের সঙ্গে আফগান পুলিশের গোলাগুলি চলে। তাতে গুরুদুয়ারার মধ্যে দেড় শোর বেশি আটকে রয়েছে। তবেএই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান হামলার বিষয়ে জানান, আমি খুব শঙ্কিত। গুরুদুয়ারার ভেতর প্রায় ১৫০জন আটকা পড়ে আছেন। এখনো পরিষ্কার ওই ঠিক কতজন এই বন্দুক হামলায় মারা গেছেন কিংবা আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct