চিনে করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকলেও বিশ্বে বেড়ে চলেছে দাপট। ফলে, ইতালি, স্পেনে এখন ।মৃত্যু অব্যাহত। কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এবার সেই বিপদ শিয়রে আসছে আমেরিকার সেনাবাহিনীতে। কারণে ভাইরাসের গ্রাসে এবার পড়েছে মার্কিন সেনাবাহিনী। তাই এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চরম আতঙ্কে। এ ব্যাপারে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, এ পর্যন্ত বাহিনী সংশ্লিষ্ট ১৭৪ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের হিসাব অনুযায়ী বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বাহিনীর ৫৯ বেসামরিক কর্মী, ৬১ জন বাহিনীর ওপর নির্ভরশীল সদস্য এবং ২৭ ঠিকাদারও রয়েছেন। কোনোভাবেই করোনা ভাইরাসের প্রভাব কমাতে পারছে না। এভাবে সংক্রমণ চলতে থাকলে মার্কিন সেনাবাহিনীতে মহামারী হওয়ার আশঙ্কা করছে মার্কিনিরা।
অন্যদিকে, সমীক্ষক সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, আমেরিকাজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ২৭৪। এর মধ্যে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্ব গঠিত হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্সের এক কর্মীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর মাইক পেন্স ও তার পরিবারের সদস্যদের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে তারা বেশি উদ্বিগ্ন সেনাবাহিনীতে করোনা সংক্রমণ নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct