কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছিল জাতীয় নাগরিক নিবন্ধিকরণের কাজ কোনো অবস্থাতেই বন্ধ হবে না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জোর গলায় বলেছিলেন এনপিআরের সঙ্গে সেনসাসের যোগ নেই। তবু, পশ্চিমবঙ্গ থেকে শুরু অনেক রাজ্য এনপিআর বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। যদিও সব উপেক্ষা করে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর কাজ হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী ২১ দিন দেশজুড়ে লক ডাউনঘোষনা করায় এখন আর এনপিআর শুরু হচ্ছে না। সূত্র জানিয়েছে, কবে থেকে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। ফলে আপাতত এনপিআর বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই।