বিশ্বে এখন আতঙ্কের অপর নাম কোরোনাভাইরাস। মরণঘাতী কোরোনাভাইরাস একের পর এক দেশে দ্রুত তার সঙ্গে ছরিয়ে পরছে। তারফলে বিশ্ব জুরে আতঙ্কের পরিবশ সৃষ্টি হয়েছে। এই ভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বই এখন তৎপর। তৎপরতা দেখিয়েছেন ভারতীয় রেলও।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ভারতবর্ষের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে ট্রেন। প্রতেক দিন লক্ষ লক্ষ মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়ার অন্যতম ভরসা এই রেল পথ। ভারতীয় রেল যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কতো গুলো সচেতন মূলক পদোক্ষেপ নিয়েছে। ভারতীর রেল ট্রেনে ও রেল স্টেশনে সচেতন মূলক পোস্টার লাগিয়েছে, যাত্রীদের ভাইরাস মোকাবিলার পদ্ধতি জানিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক নোভেল করোনা মোকাবিলায় ভারতীয় রেল কি কাজ করতে বলেছে আর কি করতে নিষেধ করছে জেনে নেওয়া যাক––––
কি কি করবেন. . . .
১। হাত ধোয়ার সাবান এবং জল দিয়ে বারে বারে হাত ধুয়ে নিন অথবা অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। হাত পরিষ্কার আছে মনে হলেও হাত ধুয়ে নিন।
২। হাঁচি এবং কাশির সময় রুমাল বা টিস্যু পেপার দিয়ে নিজের মুখ ঢেকে রাখুন।
৩। ব্যবহার করার সঙ্গে সঙ্গে ব্যবহৃত টিস্যু মুখবন্ধ ডাস্টবিনে ফেলুন।
৪। জ্বর, শ্বাসকষ্ট, কাশির মতো কোনও সমস্যার কারনে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। নাখ ও মুখ ঢাকা মাস্ক পরে অথবা কাপড়ে মুখ ঢেকে চিকিৎসকের কাছে যান।
৫। করোনা সংক্রান্ত কোনো লক্ষন দেখা দিলে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর আথবা স্বাস্থ্য ও পরিবারককল্যাণ মন্ত্রকের ২৪ ঘন্টা হেল্পলাইন নম্বর ০১১–২৩৯৭৮০৪৬ – এ ফোন করুন।
৬। বড় জামায়েত এড়িয়ে চলুন।
কি কি কাজ করবেন না. . . .
১। আপনার জ্বর এবং কাশি থাকলে কারোর খুব কাছাকাছি যাবেন না।
২। চোক নাক মুখ স্পর্শ করবেন না।
৩। যেখান সেখানে থুতু ফেলবেন না।
এর সঙ্গে সঙ্গে আমাদের একযোগে করোনা মোকাবিলা করার কথা বলা হয়েছে।