চিন থেকে উৎপন্ন হওয়া করোনা ভাইরাস এখন শুধু মৃত্যু ডেকে আনছে না চিনে। একে একে ইতালি, ইরান, ফ্রান্সও মৃত্যু স্রোত বইয়ে দিচ্ছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলেও তাকে আরো বেশি ভয়ংকর করে তুলছে গুজব। বিভিন্ন দেশে এনিয়ে বিভিন্ন ধরনের গুজবও ছড়ানোয় বাড়ছে করোনা আতঙ্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু মমতা নন এবার গুজব প্রতিরোধে এগিয়ে এল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। করোনা ভাইরাস নিয়ে কেউ হোয়াটসঅ্যাপে গুজব চাচ্চে কিনা তার নজরদারি চালিয়ে যাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারা বলছে স্বাস্থ্যসংক্রান্ত ভুল ও মিথ্যা তথ্য প্রচারে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে বহু মানুষ। তাই করোনা ভাইরাস নিয়ে গুজব রুখতে নজরদারি চালাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখন ফেসবুক। তাই তাদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো সহজ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct