দেশে প্রায় ১৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত। আর মারা গেছেন চারজন। যেভাবে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এই ভাইরাস টেস্টে এবার সংশ্লিষ্ট করা হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলিকে। এতদিন সরকারি ল্যাব ছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষা বেসরকারি ল্যাবে হওয়ায় নিষেধাজ্ঞা ছিল। এখন তা তুলে দেওয়া হচ্ছে।
এব্যাপারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল কাউন্সিল বা আইসিএমআর জানিয়েছে, দেশের মধ্যে ৫১টি বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিকে চিহ্নিত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে তারা করোনা টেস্ট করতে পারবে। এই ল্যাবগুলি এনএবিএল স্বীকৃত বলে জানানো হয়েছে। বর্তমানে দেশের মধ্যে ৭২টি সরকারি ল্যাবে করোনা টেস্ট হচ্ছিল। এবার সেই তালিকায় ৫২টি বেসরকারি ল্যাব যুক্ত হল। তবে বেসরকারি ল্যাবগুলি করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না বলে সরকারি নির্দেশ জারি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct