মধ্যপ্রদেশে আস্থা ভোটে হারতে হবে বুঝে অবশেষে শুক্রবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন কমলনাথ। ফলে এবার মধ্যপ্রদেশের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পরিস্থিতি বলছে মধ্যপ্রদেশে এবার ক্ষমতায় আসছে বিজেপি। কারন কংগ্রেস থেকে ভাঙিয়ে বিজেপি প্রায় ২২জন বিধায়ককে তাদের ঘরে আনতে পেরেছে। যদিও কয়েকজন কংগ্রেসে থাকবেন বলে জানিয়েছেন তবুও যে কজন কংগ্রেস বিধায়ক তাদের দলে নাম লিখিয়েছেন তাতে মধ্যপ্রদেশে সরকার গড়তে কোনো অসুবিধা হবেনা বিজেপির। জারেন বর্তমানে বিজেপির ১০৭ জন বিধায়ক রয়েছে। তাতে আর মাত্রা ছয় জন বিধায়ক হকেইলেই তারা সংখ্যাগরিষ্ঠ হত। এখন তাদের দলে আরো বেশি সংখ্যক বিধায়ক। তাই সরকার গড়তে অসুবিধা হবে না।
অন্যদিকে, কংগ্রেস ছুট বিধায়কের বিজেপি ছেড়ে ফিরবেন না বুঝেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন কমলনাথ। তিনি রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct