করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মোবাইল ফোন থেকে শুরু করে সংবাদ মাধ্যমে লাগাতার প্রচার চলছে। তার মধ্যেও মানুষের সচেতনতা হচ্ছে না। বিশেষ করে বলা হচ্ছে নিরন্তর হাত মুখ জীবাণুমুক্ত করতে ধুয়ে ফেলুন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। মুখে মাস্ক পড়ুন বা রুমাল দিয়ে ঢেকে থাকুন। তারপরও মানুষের টনক নড়ছে না। তবে এবার যারা এসব মানছেন না তাদের বিরুদ্ধে কড়া মনোভাব নিচ্ছে শুধু প্রশাসন নয় মানুষও। এক বাইক আরোহী পথে যেতে যেতে মুখে রুমাল না দিয়ে হাঁচেন। এ নিয়ে বচসাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। অবশ্য এ রাজ্যে নয় শিবসেনা শাসিত মহারাষ্ট্রের খোলাপুর শহরের গুজারী এলাকায়। করোনা সচেতনতায় মানুষের এই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, এক বাইক-যাত্রী থেমে অন্য বাইকের এক আরোহীকে জিজ্ঞাসা করছেন, মুখ না ঢেকে তিনি কেন হাঁচলেন? এর ফলে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে। এ নিয়ে দুজনের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। পারে তা মারপিটের রিপ নেয়। যে বাইক আরোহী মুখ না ঢেকে হেঁচেছিলেন তাকে বেধড়ক মারধর করা হয়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মারপিট দেখতে ভিড় জমে যায়। যে নিয়ে পুলিশের কাছে কাছে অভিযোগ গেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি সামলায়।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্কতা জারি করে বলেছে, সেখানে-সেখানে থুতু নিক্ষেপ, হাঁচি, কাশি ও শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে। তাই এসব থেকে সাবধান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct