করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ রাস্তায় বের হচ্ছেন কম। শুধু রাস্তায় কম বের হচ্ছেন না, গাড়িতে কম চড়ছেন। ট্রেনে বাসে ভিড় নেই। ট্যাক্সি ড্রাইভাররা প্যাসেঞ্জার পাচ্ছেন না। আর সবচেয়ে মুশকিলে পড়েছেন শহরের ক্যাব চালকরা। শহরে এখন ব্যাপক দাপট ওলা, উবেরের মতো অ্যাপ ভিত্তিক গাড়ির। লোক সহজেই ওলা, উবের ধরে চলে যেতেন গন্তব্যে। বিশেষ করে বিমানবন্দরে যাওয়া কিংবা গভীর রাতে এক বাড়ি ফেরার জন্য কাজে লাগত। কিন্তু তারা দিব্বি বসে। এ নিয়ে এক ওলা চালক বলছেন, সারাদিন হত্যে দিয়ে বসে সেভাবে খরিদ্দার মিলছে না। সারাদিনের রোজ তাই কিভাবে দেবেন গাড়ির মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ড্রাইভার বলেন, ওলা কমিশন ভিত্তিক টাকা দেয়। বেশি টিপ করলে ইনসেন্টিভ মেলে। সেটাই ড্রাইভারদের বাড়তি লাভ। কিন্তু এখন সারা দিনে যা টিপ হচ্ছে তাতে একেবারেই পোষাচ্ছে না। যেখানে দিনে ১৫-১৬ টিপ হত। কখনো ১৮-২০ টিপ সেখানে তিন চারটে টিপের বেশি হচ্ছে না। আর বিমানবন্দরের যাত্রী না মেলায় বেশি দূরত্বের যাত্রী পাচ্ছেন না। বেশি দূরত্বের যাত্রী পেলে তাতে কিলোমিটারের ভাড়া বেশি হয়। সেটাও না হওয়ায় চিন্তায় এখন কলকাতার অ্যাপ চালকরা।