করোনাভাইরাস সারাবিশ্ব ছড়িয়ে পড়ার জন্য এবার চীনকে সরাসরি দায়ী করলো আমেরিকা। তাদের এই বক্তব্য একেবারে মেনে নিতে পারেনি চীন। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিল বেইজিং। এক বিবৃতিতে চীন জানিয়ে দিয়েছে, 'করোনা সংকটের জন্য ওয়াশিংটন যদি বেইজিংকে দায়ী করার চেষ্টা অব্যাহত রাখে, তাহলে চীন সরকার নতুন কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে।' এর আগে চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও বর্তমানে চীনে এই রোগের প্রকোপ কমতে শুরু করেছে । করোনা মোকাবিলায় গোটা বিশ্বকে সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে বেইজিং। চীন এমন সময় মার্কিন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদেশমন্ত্রী মাইক পম্পেওসহ আমেরিকার শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য পরোক্ষভাবে বেইজিংকে দায়ী করার চেষ্টা করছেন। তাদের কেউ কেউ এ ভাইরাসকে ‘চীনা ভাইরাস' বা ‘উহান ভাইরাস'বলেও অভিহিত করেছেন।