অনলাইনে কত জিনিসই তো পাওয়া যায় কিন্তু এবার ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে 'ব্রাহ্মণ গোমাতাকেও' !!
হাঁ, ঠিকই শুনছেন৷ গরুও কিনতে পাওয়া যাচ্ছে অনলাইনে৷ ভাবা যায়! ফ্লিপকার্টে এবার বিক্রি হচ্ছে গরু৷ তাও যে সে গরু নয়, একেবারে 'ব্রাহ্মণ' গরু৷ প্রায় ৭৩ শতাংশ ছাড়ে । পাওয়া যাচ্ছে আপনার পছন্দ মতো রঙে৷ হাতে পেয়ে পছন্দ না হলে ১০ দিনের মধ্যে পাল্টে নিতেও পারবেন গোমাতাকে৷ একটি সাদা রঙের গরুর ছবি দিয়ে বিক্রি হচ্ছে গরু৷ দাম শুধু সস্তাই নয়৷ পাওয়া যাবে মাসিক কিস্তিতেও৷ মাসিক ১৪৯ রুপির কিস্তিতে কেনা যাবে এই খাঁটি ব্রাহ্মণ গরু৷ পাশাপাশি পাওয়া যাচ্ছে ষাঁড় ও গরুর বাচ্চাও৷ তেমনই দাবি করেছে ফ্লিপকার্ট৷ শুধু তাই নয়, অর্ডার দেবার ২ দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে স্বয়ং 'গোমাতা'৷
এই পর্যন্ত পড়ে যারা ভাবছেন সত্যি সত্যি গরু কিনতে পাওয়া যাবে ফ্লিপকার্টে, তারা এবার বিজ্ঞাপণের নিচের অংশ পড়লেই হোঁচট খাবেন৷ হাইলাইটসে লেখা আছে, চওড়া ৫.০০৩৮ ইঞ্চি, উচ্চতা ৮.০০০১৷ ওজন ৫০০ গ্রাম। পাঁচ ইঞ্চি চওড়া ও ৮ ইঞ্চি লম্বা, ৫০০ গ্রামের গরুটা আবার কী? তাহলে কি এটা 'বামন' গরু? প্রথমে বিজ্ঞাপণের উপর অংশ দেখলে তাই মনে হবে৷
তবে, বিজ্ঞাপণের একদম শেষ দিকে লেখা, মেটারিয়াল প্লাস্টিক, কোনো ব্যাটারি নেই৷ আর বর্ণনায় লেখা আছে, কাঁধের উপর হাম্প আছে৷ এই 'ব্রাহ্মণ' গরু ফ্লিপকার্টের অন্যতম সেরা ছোটদের খেলনা বলেই লেখা আছে এরপর৷ প্লাস্টিকের গরুকে একেবারে গরুর মতো দেখতে বানাতে অতিরিক্ত সতর্কতা নেয়া হয়েছে৷ গলার কাছে আছে গলাকম্বল, গায়ে আছে আসল গরুর মতো হালকা চুল৷
তবে, গরুর রেপ্লিকা তৈরি করে একেবারে আসল গরু বলে বিক্রি করার ভাবনা চিন্তায় বেশ অবাক হয়েছেন সাধারণ মানুষ৷ এখন দেখার এটাই যে, নিজের শিশুর জন্য প্লাস্টিকের গরু কিনতে কতজন মানুষ আগ্রহী হন৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct