করোনা ভাইরাস থেকে বাঁচতে বিজেপি নেতাদের মতো গোমূত্র পান করেছিলেন ঝাড়গ্রামের শিবু গরাই। কিন্তু গোমুত্র পান করার পর তার গলা ও বুকে ব্যথা ওঠে। যার জেরে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। যদিও মেডিসিন ওয়ার্ডে জায়গা হয়নি শিবুর। তাই মেঝে শুয়ে মূদু গলায় তিনি কাতর আবেদন করে সবাইকে বলেন, 'আমি খুব ভুল করেছি। করোনা ঠেকাতে আমার মতো কেউ যেন আর গোমূত্র পান না করেন।’ঝাড়গ্রামের বাসিন্দা শিবু কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার ১৮০ টাকা দিয়ে এক বোতল গোমুত্র কিনে আনেন।বিক্রেতা শিবুকে জানিয়েছিলেন, এক থেকে দুই ছিপি ওই ‘গোমুত্র' নিয়মিত খেলে শরীরের রক্তদোষ কাটে। করোনাসহ শারীরিক নানা ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। সেটা মাথায় রেখে করোনাভাইরাস থেকে বাঁচতে এক ছিপি গোমুত্র পান করেন শিবু। এরপরই শরীরে নানা অস্বস্তি শুরু হয়। গলা ও বুক জ্বলতে থাকে। পরিবারের লোকরা শিবুকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, শিবুর অবস্থা আপাতত স্থিতিশীল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct