ফারসি নববর্ষ নওরোজ উপলক্ষে শুক্রবার ১০ হাজার কারাবন্দিকে ছেড়ে দিয়েছেন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী। তাদের মধ্যে অনেক রাজনৈতিক বন্দিও রয়েছেন। এই খবরে খুশির বার্তা গেলেও বিমর্ষ করে তুলছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা ভাইরাসের জেরে এখন ইরানে প্রতি ১০ মিনিটে একজন করে মারা যাচ্ছেন। আর প্রতি ঘন্টায় ৫০ জন লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। চিনের পর ইরানে এখন সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে। বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর নববর্ষ নওরোজ পালনে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ইরানে প্রতি ১০ মিনিটে একজন করে মারা যাচ্ছেন। আর প্রতি ঘন্টায় ৫০ জন লোক করোনায় আক্রান্ত হচ্ছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিপ্লবী বাহিনীর কমান্ডারসহ অনেকেই। মারাও যাচ্ছেন। জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের এক উপদেষ্টাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত নিশ্চিত করা হয়েছে ইরানে ১৮৪০০ জন। তার মধ্যে মারা গেছেন ১২৮৪ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct