করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে এবার পরামর্শ দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও শল্য চিমিটসক ডা. দেবী শেঠি। তিনি বলেন জ্বর হলেই কারণে আতঙ্কে ভোগার দরকার নেই। জ্বর দ্বিতীয় বা তৃতীয় দিনে পড়লেও প্রত্যেকেরই করোনা পরীক্ষার প্রয়োজন নেই। এতে সমস্যা আরো বাড়তে পারে। তাই জ্বর হলেই করোনার পরীক্ষা করার প্রয়োজন নেই। আগে অপেক্ষা করে উপসর্গ পর্যবেক্ষণ করুন। খারাপ হলে তবেই নিজেকে পরীক্ষা করিয়ে নিযে হবে।
জডা. দেবী শেঠী বলেন, যদি কারও ফ্লু বা সর্দি থাকে, প্রথমে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন বা আইসোলেট করুন। তারপর লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করুন। প্রথম দিন শুধু ক্লান্তি আসবে। তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে। কাশি ও গলায় সমস্যা হতে পারে। পঞ্চম দিন পর্যন্ত মাথা যন্ত্রণা, পেটের সমস্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা যন্ত্রণা কমতে থাকবে। এসবের মধ্যে ডায়েরিয়ার লক্ষণ দেখা দিতে পারে। পেটের সমস্যা থেকে যাবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরোধ ক্ষমতা বেড়েছে এবং আপনার আর করোনার আশঙ্কা থাকবে না।
তিনি আরো বলেন, এই সময় বোঝা যাবে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারাপ হয়, করোনা হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করে নিন। কিন্তু অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এন৯৫ মাস্ক পরার জন্য উদগ্রীব না হওয়া ভাল, কারন এখন হাসপাতালেও N95 মাস্কের অভাব। তাই করোনা আতঙ্কে আপনি ভয় পেয়েছেন বলেই পরীক্ষা করবেন এমনটা ভাবা উচিত নয় বলে তিনি জানান। সোশ্যাল মিডিয়ায় তার এই পরামর্শ সবার কাছে ভাইরাল হয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct