আমাদের দেশে এখন পর্যন্ত মোট ১৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, এদের মধ্যে তিন জন মারা গিয়েছে। তবে এ নিয়ে খুব বেশি হতাশা বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। করোনায় আক্রান্ত হলেই যে মানুষ মারা যায়, এমনটা নয়। এ রোগে মৃত্যুহার খুবই কম। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত ৮০ শতাংশ রোগীই সুস্থ হয়ে গেছে।
তবে বাচ্চা, বৃদ্ধ বয়স্ক, অন্যান্য রোগে (বিভিন্ন রোগ-ব্যাধীসহ ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি) আক্রান্ত মানুষ অনেকটা ঝুঁকিতে রয়েছেন। এই ভাইরাসের বিস্তার ক্ষমতা ব্যাপক। তাই সচেতনতা, সাবধানতা এবং পরিচ্ছন্নতাই এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়।
সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যাথা হলেই নিজেকে করোনা আক্রান্ত ভেবে অযোথা হতাশ হবেন না, অন্য অনেক কারণেও এমন হতে পারে। তবে এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন।
করোনা ভাইরাস অন্যান্য ভাইরাসের তুলনায় ভারী, তাই এটি মাটি, মেঝে/ফ্লোরেও অবস্থান করে। তাই মেঝে সব সময় পরিষ্কার রাখবেন। হাত-পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাতে হাত মেলানো, জনোসমাগম স্থানে যাওয়া থেকে আপাতত নিজেকে বিরত থাকুন। যেখানে সেখানে কফ, থুথু ফেলবেন না। হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু /রুমাল ব্যবহার করুন। রুমাল ব্যবহারের পর সেটা আবার ধুয়ে নিন। নিজে যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং পরিবারের সদস্যদেরও সচেতন করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct