নিরামিষ খেলেই করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন, এই ধরনের প্রচার শুরু করেছিলেন এই হিন্দুত্ববাদী নেতা। তা ভাইরাল হয়েছিল। সাধারণ মানুষও বিষয়টি বিশ্বাস করে। ফলে হোটেল থেকে শুরু করে বাড়ির রান্নায় আধিক্য থাকে নিরামিষ। দূরে ঠেলে দেয় মাছ, মাংস, ডিম। কিন্তু দিল্লির এইমস হাসপাতালের শীর্ষ চিকিৎসকরা বলছেন আমিষ অর্থাৎ মাছ মাংস থেকেই যে করোনা ভাইরাস সংক্রমণে ভুগবেন এমন ধারণা ঠিক নয়। কারণ, আমিষ খাবারের থেকে করোনা সংক্রমণের আশঙ্কা নেই।
আমিষ খেলে তা থেকে করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে এই ভ্রান্ত ধারণা সম্পর্কে এইমস-এর শীর্ষ চিকিৎসক ডা. রণদীপ গুলেরিয়া সাংবাদিকদের জানিয়েছেন, যে ধরনের মাংসই হোক খুব ভালভাবে ধুয়ে ও সিদ্ধ করে রান্না করে খাওয়া উচিত। উচ্চ তাপমাত্রায় মাংস রান্না করলেথেকে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকবে না।
এছাড়া অনেকর ধারণা রয়েছে, অ্যালকোহল বা মদ খেলে করোনা ভাইরাসের সংক্রমণ হবে না, সে ধারণাও সঠিক নয় বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct